মঙ্গলবার, ৩১ জানুয়ারী ২০২৩, ১২:৪৮ অপরাহ্ন
কালিয়াকৈর (গাজীপুর) প্রতিনিধি:: গাজীপুর জেলা জাতীয়তাবাদী সামাজিক সাংস্কৃতিক সংস্থার (জাসাস) কর্মী সভা অনুষ্ঠিত হয়েছে।
শনিবার বিকেলে কালিয়াকৈর পৌরসভার কালিয়াকৈর ট্রাক ষ্টেশন এলাকায় পৌর বিএনপির কার্যালয়ে এ কর্মী সভা অনুষ্ঠিত হয়।
গাজীপুর জেলা জাতীয়তাবাদী সামাজিক সাংস্কৃতিক সংস্থার(জাসাস) আয়োজনে কর্মী সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন জাসাসের কেন্দ্রীয় কমিটির সদস্য সচিব জাকির হোসেন রোকন। জাসাসের কেন্দ্রীয় কমিটির যুগ্ম আহ্বায়ক ফেরদৌস ফকিরের সভাপতিত্বে ও গাজীপুর জেলা জাসাসে আহ্বায়ক প্রার্থী এরশাদ হোসেনের সঞ্চালনায় সভায় আরও বক্তব্য রাখেন- জাসাসের কেন্দ্রীয় কমিটির সদস্য ও ঢাকা বিভাগীয় সাংগঠনিক টিম এড. আমিনুল হক, জাসাসের কেন্দ্রীয় কমিটির সদস্য হাবিবুর রহমান জসিম, জাসাসের কেন্দ্রীয় কমিটির সদস্য সুভাষ চন্দ্র দাস, গাজীপুর জেলা বিএনপির সহ-সভাপতি হযরত আলী মিলনসহ আরো অনেকে। এ সময় উপস্থিত ছিলেন জাসাসসহ বিএনপির অংগসংগঠনের নেতাকর্মীরা।