সোমবার, ২৯ মে ২০২৩, ১১:৩৫ অপরাহ্ন
বাঘা (রাজশাহী) প্রতিনিধি:: এসএসসি ও সমমানের পরীক্ষায় এবার বাঘা উপজেলার ৬২ টি স্কুল থেকে ঝরে পড়েছে ৯০ জন শিক্ষার্থী। ঝরে পড়া শিক্ষার্থীর মধ্যে ছাত্রীর সংখ্যা বেশি। জানা যায়, এ বছর উপজেলার ৬২ টি স্কুল থেকে এসএসসি ও সমমানের পরীক্ষার্থীর সংখ্যা ছিল ২ হাজার ৭০২ জন।
রোববার (৩০) এপ্রিল) অনুষ্ঠিত বাংলা প্রথম পত্র পরীক্ষায় অংশ নিয়েছে ২ হাজার ৬১২ জন। অনুপস্থিত ৯০ জন।
এর মধ্যে রাজশাহী শিক্ষা বোর্ডের অধীনে উপজেলার ৪৮টি স্কুল, পরীক্ষার্থীর সংখ্যা ছিল-১ হাজার ৯৩৫ জন। পরীক্ষায় অংশ নিয়েছে ১ হাজার ৮৮৪ জন। অনুপস্থিত ৫১ জন। কারিগরি শিক্ষা বোর্ডের অধীনে ১৩ স্কুল থেকে পরীক্ষার্থীর সংখ্যা ছিল-৫৪৪ জন। পরীক্ষায় অংশ নিয়েছে ৫২৫ জন। অনুপস্থিত ১৯জন। মাদ্রাসা শিক্ষা বোর্ডের অধীনে ৯টি মাদ্রাসা থেকে পরীক্ষার্থীর সংখ্যা ছিল-২২৩ জন। পরীক্ষায় অংশ নিয়েছে ১৯৩ জন। অনুপস্থিত ২০জন।
বাঘা মডেল উচ্চ বিদ্যালয় কেন্দ্রের সচিব -মোহাম্মদ আলী দেওয়ান জানান, ১৪টি স্কুলের ৬৫১জন পরীক্ষার্থীর মধ্যে পরীক্ষায় অংশ নিয়েছে ৬৩০ জন। অনুপস্থিত ছিল ২১ জন। রহমতুল্লাহ বালিকা উচ্চ বিদ্যালয় কেন্দ্রের সচিব বাবুল ইসলাম জানান, ৭টি স্কুলের ২৬৪ জন শিক্ষার্থীর মধ্যে পরীক্ষায় অংশ নেয়,২৬১ জন।
অনুপস্থিত ছিল-২১জন। ইসলামি একাডেমী উচ্চ বিদ্যালয়ের কেন্দ্র সচিব আব্দুল হামিদ জানান, ১২ টি স্কুলের ৪১০ জন শিক্ষার্থীর মধ্যে পরীক্ষায় অংশ নেয় ৩৮৯ জন। অনুপস্থিত ছিল ২১জন। আড়ানী মনোমহিনী সরকারি উচ্চ বিদ্যালয় কেন্দ্রের সচিব সঞ্জয় কুমার দাস জানান,৮টি স্কুলের ২২৮জন পরীক্ষার্থীর মধ্যে পরীক্ষায় অংশ নেয়-২২৭জন। অনুপস্থিত ছিল ১জন। আড়ানি এফএন বালিকা উচ্চ বিদ্যালয় কেন্দ্রের সচিব সিরাজুল ইসলাম জানান,৭টি স্কুলের ৩৮২ জন শিক্ষার্থীর মধ্যে পরীক্ষায় অংশ নেয় ৩৭৭ জন। অনুপস্থিত ছিল-৫জন।
কারিগরি বোর্ডের-আব্দুর রহমান সরকার বিএমএ কলেজ কেন্দ্রের সচিব সামরুল ইসলাম জানান, ৫টি স্কুলের ২৫৩ জন পরীক্ষার্থীর মধ্যে পরীক্ষায় অংশ নেয় ২৪৪জন। অনুপস্থিত ছিল ৯জন। বাঘা মহিলা বিএম কলেজ কেন্দ্রের সচিব আবু সাঈদ মোঃ সিদ্দিক জানান,৩টি স্কুলের ৬৫জন পরীক্ষার্থীর মধ্যে পরীক্ষায় অংশ নেয় ৫৮জন। অনুপস্থিত ছিল ৭জন।
বাঘা ইসলামী একাডেমী কারিগরি কেন্দ্রের সচিব আব্দুল হামিদ জানান, ৫টি স্কুলের ২২৬জন শিক্ষার্থীর মধ্যে পরীক্ষায অংশ নেয় ২২৩ জন। অনুপস্থিত ছিল ৩জন। মাদ্রাসা শিক্ষা বোর্ডের-বাঘা ফাজিল মাদ্রাসা কেন্দ্রের সচিব আব্দুর রব জানান,৯টি মাদ্রাসার ২১৩ জন পরীক্ষার্থীর মধ্যে অংশ নেয় ১৯৩ জন। অনুপস্থিত ছিল ২০ জন।
সুষ্ঠভাবে পরীক্ষা গ্রহন নিশ্চিতে বিভিন্ন পদক্ষেপ নেয় উপজেলা প্রশাসন। নির্বাহি অফিসার শারমিন আখতার বলেন, নির্দেশনা অনুযায়ী রোববার (৩০ এপ্রিল) অনুষ্ঠিত পরীক্ষা নকলমুক্ত পরিবেশে শেষ হয়েছে।