বুধবার, ০৭ Jun ২০২৩, ০২:২৯ পূর্বাহ্ন
সাভার প্রতিনিধি:: ঢাকার আশুলিয়ায় অবৈধভাবে নেয়া প্রায় সহস্রাধিক বাসা বাড়ির গ্যাস সংযোগ বিচ্ছিন্ন করেছে তিতাস গ্যাস ট্রান্সমিশন এন্ড ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেড সাভার আঞ্চলিক বিপণন অফিস। এসময় ভ্রাম্যমান আদালতের মাধ্যমে দেড় লাখ টাকা জরিমানা আদায় করা হয়।
রোববার (১৯ মার্চ) সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত আশুলিয়া থানাধীন ইয়ারপুর ইউনিয়নের তাজপুর ও বাগবাড়ি এলাকায় প্রায় দুই কিলোমিটার ব্যাপী অভিযান চালিয়ে এ সংযোগ বিচ্ছিন্ন করা হয়।
গ্যাস সংযোগ বিছিন্ন কাজে নেতৃত্ব দেন সাভার তিতাস গ্যাস ট্রান্সমিশন এন্ড ডিষ্ট্রিবিউশন কোম্পানী লিমিটেডের ব্যবস্থাপক প্রকৌশলী আবু সাদাৎ মোঃ সায়েম।
তিনি জানান, গ্যাসের বৈধ সঞ্চালন লাইন থেকে নিম্নমানের পাইপ ও রাইজার ব্যবহার করে এক শ্রেণির অসাধু ব্যাক্তিরা রাতের আধারে অবৈধভাবে গ্যাস সংযোগ দিয়ে আসছিল। বিষয়টি জানতে পেরে নিয়মিত অভিযানের অংশ হিসেবে এসব এলাকায় অভিযান চালানো হয়। অভিযানে দুই কিলোমিটার এলাকার প্রায় সহস্রাধিক বাসা বাড়ির গ্যাস সংযোগ বিচ্ছিন্ন করা হয়। এছাড়া ভ্রাম্যমান আদালত পরিচালনা করে দেড় লাখ টাকাও জরিমানা আদায় করা হয় এবং নিম্ন মানের পাইপ ও রাইজার জব্দ করা হয়। এ অভিযান চলমান থাকবে বলেও জানান তিনি।
এসময় উপস্থিত ছিলেন, তিতাস গ্যাস ট্রান্সমিশন এন্ড ডিস্ট্রিবিউশন কোং লিমিটেড সাভার জোনাল অফিসের উপ-ব্যবস্থাপক মোঃ আনিসুজ্জামান, আব্দুল মান্নান, গাজীপুর সিটি কর্পোরেশনের নির্বাহী মেজিস্ট্রেট আল আমিন হাওলাদার প্রমূখ।