বুধবার, ১৭ অগাস্ট ২০২২, ০৩:২১ পূর্বাহ্ন
রংপুর প্রতিনিধি:: তীব্র শীত থেকে বাঁচতে আগুন পোহাতে গিয়ে দগ্ধ হয়ে দুই নারীর মৃত্যু হয়েছে। রংপুর মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটে চিকিৎসাধীন অবস্থায় তাদের মৃত্যু হয়।
রংপুর বার্ন ইউনিটের প্রধান ডা. এম এ হামিদ পলাশ বিষয়টি নিশ্চিত করেছেন।
মারা যাওয়া দুই নারী হলেন- দিনাজপুরের ফুলবাড়ি উপজেলার তারা মনি এবং কুড়িগ্রামের ফুলবাড়ি উপজেলার আশা রানি।
ডা. পলাশ বলেন, মারা যাওয়া দুজনের শরীরের ৬০ থেকে ৭০ শতাংশ পুড়ে গেছে। তাদের শ্বাসনালী পুড়ে যাওয়ায় বাঁচানো সম্ভব হয়নি।
চলতি বছরের শীত মৌসুমে আগুন পোহাতে গিয়ে দগ্ধ হয়েছেন এমন আরও ২২ জন রংপুর মেডিকেলে ভর্তি আছেন।